কালের চাকায় ঘুরছে কেমন দিন বদলের পালা,
ছুটছে মানুষ, ছুটছে সময় মনেতে সবার জ্বালা।
স্বপ্ন সবার রয়েছে অপার জীবন নদীর জলে
প্রতিযোগিতার এমন বাজার প্রতিভা লড়াই বলে।
বাড়ছে বেকার ভাব্না সবার জীব্ন কেমন যায়
দ্রব্যের দামে, মজুরের কামে ভাগ্য কি বদলায়?
আজ যে ছেলেটা করে লক্ষ্যটা স্বপ্ন পূরণ হবে
পড়াশোনা শেষে চাকরীর বেশে সার্থক প্রাণ পাবে।
তবু হায় প্রাণ! বেকার জীবন স্বপ্ন ফোটেনা ফুলে
সময়ের গতি, অস্থির মতি জীবনটা পথ ভোলে।
কৈশোর জীবন প্রফুল্ল মন থাকতে চায় না ঘরে
অভাবের ডাক পুকুরের পাঁক যেন রাখে চেপে ধরে।
এই দুনিয়ায় কত কিছু হয়, সব অর্থের জোড়ে
যেমন থাকবে তেমনই পাবে কালের চাকায় ঘোরে,
এই ভাবে তাই সময় পালায় স্বপ্নের জাল বুনে
নীতি নিয়ে রাজ নরক সমাজ, বেকারের জ্বালা মনে।
বেকার জীবন
Subscribe
Login
0 Comments
Oldest