আধো আধো মৃদু ছায়ায় হাসি-কান্নার খেলা,
বিকেল বহে, দেখি হয়যে গোধূলিবেলা।
রামধনু ছোঁড়ে তীর তোমার চোখের ভাঁজে,
তোমায় ছেড়ে মোর মন, লাগেনা কোনো কাজে।
প্রেমের কোকিলাযে গান গাই এইবেলা,
বাঙালীর বারোমাসে, তেরো মেঘের মেলা।
তোমার মনের আমি উদাসী বাউল সাথী,
তব হৃদয় নীড়ের, পাখি যেন হয়ে থাকি।
পর্বত-প্রমাণ দুপুর ভোগ করি এইবেলা,
চুলখুলে হৃদয়-নীলে, ঐ-মনের মেলা।