বারো হাঁড়ি রাবড়ি বড় বাড়াবাড়ি,
করালীর কয় কাকা করে কাড়াকাড়ি।
শশা খেয়ে শশীবাবু সম্বলপুরে,
ঠকঠক করে কাঁপে কম্বল মুড়ে।
কালো কালো কাক কত কলকাতা জুড়ে,
কেন করে কা কা কেউ কইতে কি পারে !
পেড়ে পেড়ে পেয়ারা প্রতি বুধবার,
বিকোয় বারুইপুরে বিশু সিকদার।
গরুর গাড়ীর দল গড়গড় করে,
গড়ায় গড়ের মাঠে গোপিনীরা চড়ে।
চুলোচুলি চলে চাচা চৌধুরী চটে,
চেঁচামেচি করে চাচী চারিধার ছোটে।
চড় চাপড় জোটে পুত্তুর পিঠে,
বিজ্ঞানে বিশ তার বিস্তার বটে।
তেলে তাজা চুন যদি জলে তাজা চুল,
বুবুনের বাবা বলে বকেন যে ভুল।
তেলে তাজা চুল তথা জলে তাজা চুন,
দমটা দমিয়ে বার দশেক বলুন।
চমকাইতলা শুনে চমকালে নাকি !
থমকে থামলে হবে ! রাস্তা যে বাকী।
পাখী পাকা পেঁপে খায়–বাবলায় বাঘ,
জিহ্বা কি জড় জটে ! এইবার থাক।