নির্লিপ্ত চোখ নীরব সিঁড়ির শেষ প্রান্তের প্রতি দৃষ্টিপাত করলো।
ফিরে আসার পথে মাকড়সার জাল দৃষ্টি করলো বন্দি।
আলমারির ধাতব রং আজ পরিচয়হীন,
হয়তো বা পরিচিত হাতের স্পর্শে তা ফিরবার প্রতিক্ষায়।
আরামকেদারাই আজ কেবলই স্মৃতি উপবিষ্ট।
ধুলোই আজ তার রক্ষক,
এইটুকুকে আজ সে বন্দি করে রাখতে বদ্ধপরিকর।
জানালার পর্দা আজও ঈষৎ খোলা,
ভূত তার ভবিষ্যৎ এর অপেক্ষাই।
ধুলোর রাস্তাই প্রতিবারের মতো বিমুর দৃষ্টি।
আজও হতবাক হতে হয়,
ছাপ রয়ে গেছে,
জাগ্রত হওয়ার অপেক্ষাই স্মৃতি বাক্স এর আজ সুপ্ত ক্রন্দন,
দৃষ্টিপাত করানো আজ বড়ই কঠোর।
শুধু প্রতীক্ষারত অন্য পায়ের ছাপের।
পায়ের ছাপ
Subscribe
Login
0 Comments
Oldest