আমি এক নদী , এই বেগ এই ধীর
বয়ে চলেছি যুগ থেকে যুগ
খুঁজে পাইনি আপন নীড় ।
আমি দেখেছি সবুজ পাহাড়ের বুকে
শাল সেগুনের সারি
উঠন পেড়িয়ে তুলসি তলায়
তোমার ছোট্ট বাড়ি ।
আমি শুনেছি , আকাশের কোলে আমার মাটির গান
দেখেছি নব বধূর সাজে রামধনু মেঘমান ।
সেখান থেকে আঁকা বাঁকা পথে
শহরে আমার আসা
ব্যস্ত শহরে জীবনের সুরে
ছড়িয়ে নতুন ভাষা ।
অলি গলি ঘুরে দুর থেকে দুরে
কুড়িয়ে কথার মালা
ঠিকানা বিহীন পথে আবার
আমার এগিয়ে চলা ।
কত সুখ দুখ , কত হাসি মুখ
কত স্মৃতি আমি ধরে
আমাতেই শুরু আমাতেই শেষ
এমন হাজার সুরে ।
জীবন কতো মধুর , কখনো
ঘনিয়ে কালের ছায়া
কখনো যেন ফেলে আসা পথ
নিছকই মহামায়া ।
আমি ও ভেবেছি বহুবার হোক
এখানেই চলার শেষ ।
এই সবুজে ছোট্ট আকাশে ,
যেথায় তারাদের সমাবেশ ।
আমি ও আমার সকল ধারার
করি অবসান ,
সকল ক্লান্তি ধুয়ে মুছে ফেলে
সাগরে করি স্নান ।
কিন্তু বিধি বারে বারে মোর
বদল করেছে পথ
যুগ থেকে যুগ অবিরাম চলি
যেন তার শপথ ।