বীণার সাথে আমার প্রথমবার কথা হয় এক শ্রাবণ মাসে।
বৃষ্টি আমার খুব ভালো লাগে, সাথে বীণাকেও,
শ্রাবণের বৃষ্টি আর বীণা আমার সব কষ্ট ধুয়ে মুছে দেয়।
আচ্ছা বীণা, সুখ কি? মুচকি হেসে বীণা বলে, জানিনা।
আমার কাছে সুখ মানে তুমি। বীণা অবাক হয়ে তাকায়,
ওর চোখের গভীরে আমি গাঢ় লুকানো কষ্ট দেখতে পাই।
তোমার মন খারাপ? বীণা সহজ গলায় বলে, হ্যাঁ।
“অন্ধকারের গান” গল্পটা তোমার এতো ভালো লাগে কেনো?
উত্তরে আমি বলি, তোমার জন্য। বীণা আবার হাসে।
ওর হাসিটা এতো ভালো লাগে! আমি আবার বলি…
বীণা, আমার কাছে সুখ মানে শুধুই তুমি।