তোকে ভালোবাসি তাই,
আমার হৃদয়ে আজ তোর্ গন্ধ পাই,
আকাশ টা সেদিন ও ছিল লাল,
যে দিন শেষ বার সূর্য তোর্ শিতি চুম্বন করেছিল,
শেষ বারের জন্যে ধরেছিলাম তোর্ হাত,
শেষ বার তোর্ সব্দ গুচ্ছ আমার মস্তিখের কড়া নেড়ে ছিল,
সেদিন শেষ বার তোর্ সাথে দেখা হয়েছিল,
তোকে ভালোবাসি তাই,
তোকে খুঁজে চলেছি মানুষের মাঝে
তেপান্তরের মাঠের ধারে,
রাজপুত্রের বেশে নয় দিবারাত্রির শেষে,
কখুনো ফুটপাথের চায়ের দোকানে,
কখুনো মসজিদের গলিতে,
কখুনো জুম্মাবারের আজানের শেষে,
কখুনো অনেক টা পথ হেঠে,
তোকে ভালোবাসি তাই,
চার্চের সামনে আমার তন্দ্রা ভেঙ্গে যায়,
এ মা কি পাগল আমি তোকে বলাই হলনা যে তুই আমর সব,
হটাথ একটা সবযাত্রা ধেয়ে আসে,
বুঝতে পারি জীবন টা জীবনেই শেষ নয়,
তোকে ভালোবাসি তাই,
আমার ঘর ফেরা হয় না!
তোকে ভালোবাসি তাই
Subscribe
Login
0 Comments
Oldest