তুমি তো গুরু চলেই গেলে
শূন্যতা গুলো দুহাতে ঢেকে।
পুড়ছে আগুন ফাগুন নেশায়,
গলছে মোম কোন আবেগে ?
মাটির উপর উড়ছে ধোঁয়া
মৃত্যু শুধুই সাদা কালো।
বুকে তোমার আঁধার নিয়েও
কিভাবে ছড়াও এতো আলো !
ধুপের ধোঁয়ায় মিশছে বাতাস
নেচেই মলে পাগলা ফকির !!
সোঁদা গন্ধ মাটির পরে
পালিয়ে যাওয়ার এই তো ফিকির ।।
গরম চা আজ মাটির ভাঁড়ে
কুমোরকে কে মনে রাখে?
মেঘলা আকাশ ভাল্লাগেনা,
একতারা টা তোমায় ডাকে।
কে বলেছে আসন খালি?
আজও সেই মেঠো সুরে বাতাস হাসে
রাত পোহানো ভৈরবী টা—-
নদীর বুকে এখনো ভাসে ।।
চল্লে গুরু অসীম খোঁজে
পারলে আবার এসো ফিরে,
বসন্তকাল এখনো বাকি
তোমারই সাজানো পথের ধারে ।।