একটা বালুচরি আর একটা ইতিহাসের শহর
এখনও নিজেদের মধ্যে গুপ্তকথা বিনিময় করে
শ্যামরাই মন্দিরের টেরাকোটার পুরাণ কথা
ঘটমান বর্তমানের নবনির্মাণে রোপণ করে চারা
মহীরুহ হবার প্রত্যাশা মনের কোনে লালন ক’রে
নষ্ট হওয়া মাঝ দুপুরের সূর্য সাক্ষী গোপন উচ্চারণে
রবীন্দ্র কবিতার একান্তের অমোঘ ‘তবু মনে রেখো’
ছুঁয়েছিল গুন গুন গান হয়ে কানের নরম লতি