এখন চারিদিকে পুজোর হইহুল্লোর..
মা এসেছে bongরা মাতিয়েছে dancefloor
বাইরে দেখি মানুষ নতুন সাজে নব উল্লাসে,
দেখছে প্রতিমা..ডুবছে মদের গ্লাসে…
আমিও রওনা হলাম ঠাকুর দেখতে..,
শিখলাম কি ভাবে হয় মনের দুঃখ কষ্ট ভুলতে।
কিন্তু কোথাও পেলাম না..
সেই বেচে থাকার রসদ,
যা ছিল আমার বন্ধুদের সঙ্গে।।
জীবন ছিল রঙ্গিন কত নব নব রঙ্গে।।
আজও জীবন বয়ে যায় তীব্র গতিতে,
বন্ধুদের সাথে কাটানো সময়
আজ স্মৃতীর অতীতে…
জীবনটাও প্রচুর প্যাচে আজ শুকিয়ে গেছে।
সত্যি,সেই দিন কি আর ফিরবে না??
সেই bench বাজিয়ে গান…
সেই সন্ধ্যার পুকুরে স্নান..।
স্কুল ছারার দুঃসপ্ন অজও তাড়া করে,
মনের মাঝে বহু অজানা দুঃখ ভারা করে..।।