রাস্তার ডস্টবিনে
হয়তো আমাকে কেউ
ফেলে দিয়ে গেছে
জানি না –
পচা গন্ধে রাতটা কিভাবে কেটেছে
তারপর,
কারা যেন নিয়ে গেল অন্যত্র
অদ্ভূত পরিবেশে।
ভেবেছিলাম,
আর পাব না দেখতে এই পৃথিবীর রূপ
তেষ্টায় শিক্ড় মুখ শুকিয়ে যাচ্ছিল,
প্রকৃতির কি মহাদান!
হল বারি বর্ষণ,
গরজে উঠল মেঘ, চমকে উঠল প্রাণ
আমার দেহে এল পূর্ণজাগরণ।
ধিরে ধিরে বড় হলাম,
জাগলো পাতা ভরা স্বপ্ন
দেখলাম,
পৃথিবীর কি অপরূপ সৌন্দর্য!
রোদের ঝিলিকে পূর্ণতা জাগল মনে,
বাতাসের সুর জাগালো গতি
দেহের প্রতিটা কোষে,
আমি আজ চারাগাছ
অপার স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে আছি।
চাব়াগাছেব় ইতিকথা
Subscribe
Login
0 Comments
Oldest