সময়ের কাঁটা ঘোরে…টিক টিক টিক…

দৌড়াছে দেখো সবাই ঠিক ঠিক ঠিক।

ফুটপাথে শুয়ে একা ঐ দুধের শিশু,

তাই দেখে তোমার মন তোমায় বলেছে কি কিছু?

পেটে ভাতের টান, পরনে নেই কাপড়,

তুমি বসে (চল)চিত্রালয়ে নিয়ে হাতে কোক আর পাঁপড়!

রঙ বেরঙ্গিন ঝাণ্ডা নিয়ে ঐ যায় দেখো কিছু হুলিগান!

তোমরা শোনো বসে অভিজিৎ আর রিমেক রবীন্দ্রর গান!

দিন যায়, মাস যায়, বছর ও এমনই আবহমান,

শুধু পরিবর্তন চেয়ে সবাই করে কলতান!

একটি বছর গিয়ে আরও একটি নতুন বছরের আগমন,

পরিবর্তন আসবে জেনো, করো মনের পরিবর্তন।

রাখতে হবে ইচ্ছা, করতে হবে চেষ্টা;

একটু হলেও জেনো মেটে তৃষ্ণার্তের তেষ্টা।

নব সময়ে মা গো করো নব আশীর্বাদ,

পরিবর্তন আনতে যেন কেউ পড়ে নাকো বাদ;

লাঠি নাই হতে পারে, যেন হয় ছাতা..

যুগ যুগ জিয়ো সবার “চলমান কলকাতা”।।

~ চলমান কলকাতা ~

Print Friendly, PDF & Email
Previous articleবাকিটা ব্যক্তিগত
Next articleগোধূলি বেলার সোনালী রদ্দুর
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments