আমার প্রতিদ্বন্দ্বী দান দিয়ে দিয়েছে
আর এখন
আমার দানের অপেক্ষায় আছে
কিন্তু আমি কখন থেকে
সাদা ঘরে
কালো ঘরে রাখা
সাদা কালো বোড়েগুলোকে দেখছি
আর ভাবছি …
এই বোড়ে কী ?
যদি আমি ভাবি
যে এই বোড়ে
শুধু কাঠের খেলনা
তাহলে জেতা কী বা হারাই কী
না এ আবশ্যক
না এ গুরুত্বপূর্ণ
যদি জেতার আনন্দ নেই
বা হারার দুঃখ
তাহলে এ কেমন খেলা
আমি ভাবি
যদি খেলতে হয়
তাহলে নিজের মনে এটাই বিশ্বাস করে নি
এই বোড়েই সত্যিকারের রাজা-মন্ত্রী
সত্যিকারের পেয়াদা
আর এদের আগে আছে
শ্ত্রুদের সেই সৈন্যবাহিনী
যাদের আছে আমায় ধ্বংস করার
সকল অভিপ্রায়
সব আকাঙ্খা
কিন্তু আমি এটা মেনে নিলেও
ভাবি
এই খেলা কখন?
এ এক যুদ্ধ যা জিততে হবে?
এ এক যুদ্ধ যেখানে সব কিছুই ন্যায্য?
কেউ আমায় যেন বলে
এটা যুদ্ধ ও
এটা খেলা ও
এটা যুদ্ধ কিন্তু খেলোয়াড়দের
এটা খেলা, যুদ্ধের মতই
আমি ভাবি
এই যে খেলা
এখানে এমন নিয়ম কেন আছে
যে, কোন বোড়ে থাকুক বা না থাকুক
কিন্তু যে রাজা
তার ওপর কখনো কোন আঁচ আসতে পারবে না
মন্ত্রীরই শুধু অনুমতি আছে
যে যেদিকে ইচ্ছে ও সেদিকে যেতে পারবে
আমি ভাবি
এই যে খেলা
এর মধ্যে এরকম নিয়ম কেন আছে যে
পেয়াদা যে নিজের ঘর থেকে বেরবে
ফেরত যেতে পারবে না
আমি ভাবি
যদি এটাই নিয়ম
তাহলে নিয়ম কী?
যদি এটাই খেলা
তাহলে খেলা কী?
আমি জানি না কখন থেকে এই প্রশ্নগুলোয়ে জরজড়িত
আমার প্রতিদ্বন্দ্বী দান দিয়ে দিয়েছে
আর এখন আমার দানের অপেক্ষায় আছে