নদী চায় যাক না উড়ে রোদে পুড়ে বাতাসে বেদনাবোধ
পাহাড় পাহাড় জমানো দিন সম্পর্কহীন ঢেউটিন হয়ে বলে সব শোধ
যে চায় থাক নিয়ে তার জিরাফ গলা আদেখলে চোখ
সবার রাত্রি চমকে উঠুক সবার ভালো হোক
কি এমন ক্ষতি হতো তোর না পেলে ভাঙ্গা গলায় জোর
না পেলে এই ডিজেল পোড়া গন্ধে আক্রান্ত দুপুর
না পেলে নিয়ম ভাঙ্গার আনন্দ আর এক পায়ে নূপুর
কি এমন ক্ষতি হতো যদি কেউ সমতলে তোলে উথাল ঢেউ
যদি পালন করা ভালোবাসা অস্তিত্ব খুঁজতে চায়
যদি বন্ধ হয় সংশয়, জন্মমৃত্যু খেলায় যদি সূর্য নিভে যায়
বিদ্যুৎ চমকালো, দেয়াল ভাঙতে যদি ছুটে আসে আলো
আর তোর বুকে আমি তুলি ঝড়………
কিংবা, সচল পথহারা হন্যে পথিক আমি ভেঙে চলি গ্রাম বাড়ি ঘর
না হয় আমি ফুঁ দিয়ে সূর্য নিভিয়ে লুকিয়ে দিতাম ভোর
শুধু সময়কে ভয় পেলে কি এমন ক্ষতি হতো তোর
সুটকেসে তুলছে কারা রোগ ঘৃনা বাস্তুহারা
লোহা গোলানো আগুনে পুড়ে ছাই হয়েছে সাড়াশি
জীবন গ্যাছে চলছে কেবল মিথ্যে খুনের তল্লাশি
দুহাতে তুলছে কেউ হুহু হওয়া
দাউদাউ আগুন আর স্বতঃস্পুর্ত ঢেউ
বাল্বের দিকে মুখ তুলছে বোবা অন্ধকার
আমার কিংবা তোর বুকের ভিতর
এখনই, এখনি একটা সূর্য ওঠা দরকার…