অন্তরায়- সে আমার পরবাসের গাঁটছড়া

অন্ধকারে, নিঃশব্দে তাই তো কল্পনার বাঁশি-

তাই তো রূপকথার সাগরপারে ভেসে থাকা-

চুপ করে আড়ালে,

আত্মস্থ হবো কি করে অলঙ্কারের ভারে?

তাই তো ঘুমের রেশে হারিয়ে যাওয়া

গল্প-গাঁথার দেশে,

ঘরের কোণায় জায়গা করা

বিছিয়ে দেওয়া তক্তাপোশে।

ঝুলন বলে উড়িয়ে দেওয়া

পক্ষী্রাজের রথের ঘোড়া,

মেঘ-মল্লার,বৃষ্টি-ভেজা আকাশ গঙ্গা।

বাকিটা সব ছবির খাতা

ঘরের ভিতর ঘর,

তার মধ্যে ঘাপটি মেরে

অবদমনের ঝড়।

নালিশ-বালিশ, কান্না-হাসি

শিকেয় তুলে রেখে

আমার মতো বন্ধ ঘরে আনন্দেতে মর্।

~ একটি আক্ষেপ ~

Print Friendly, PDF & Email
Previous articleক্ষতিপূরণ …!
Next articleঈশ্বর ও শয়তানের দ্বন্দ্ব
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments