মরি বাংলা ভাষা,

এই ভাষাতেই জন্ম আমার এই ভাষাতেই কর্ম,

মাতৃভাষায় কথা বলাই আমার জীবনধর্ম।

কিন্তু আমার বন্ধুরা সব বলে আমায় চাষা,

আমি নাকি মধ্যবিত্তহায় রে বাংলা ভাষা !

বন্ধু মানে নব্য যুগের উচ্চতকমাধারী,

যাদের কাছে বাংলা ভাষা কেবলই ঝকমারী।

যাদের প্রাণে মাতৃভাষার নেই কোনোই স্থান,

বাংলা ভাষায় বললে কথা যাদের যায় মান।

বন্ধুরা সব বলে  বুদ্ধু, যা বলছি ঠিক,

বাংলা ভাষায় বললে কথা মাগতে হবে ভিখ।

ধাপে ধাপে উঠতে হলে বি সি ডি সিঁড়ি,

ভালবাসাভাবের ঘরে চুরি।

ইংরাজীতেই দেখরে স্বপনজীবন হবেই সত্য,

হোক্ না বাংলা মাতৃভাষারাখিস করে ব্রাত্য।

ভাষা দিবস,ভাষা দিবসএসব অর্থহীন,

ওয়ান টু থ্রী আগে নাকি এক দুই আর তিন !”

আমি বলি-“বন্ধুরা সব বললে কথা বটে,

মাতৃভাষার প্রতি দেখি দরদ নেই মোটে।

আজকে এই ভাষা দিবসবিজয়গীতি তারই,

তোমরা তাকে ভুলতে পারআমি ভুলতে নারি।

সালাম,রফিক,বরকতের তাজা প্রাণের ডালি,

প্রশ্ন করিকেমনে আজ ভুললে বাঙালী !”

আমার ভাষা বাংলা ভাষা তুলনা যার নাই,

যে ভাষার প্রতি বর্ণেই আলোর রোশনাই।

বাংলাভাষায় হাতেখড়িআমার লেখার শুরু,

যে ভাষাতে প্রথম নোবেল পেলেন কবিগুরু।

মাতৃভাষা বিনা আমার জীবন কুজ্ঝটিকা,

বিদ্রোহের প্রথম পাঠও কাজীর সনে শেখা।

ঐ ভাষাতেই হাসি কাঁদি হোক না আমি চাষা,

বাংলাভাষার প্রতি থাকুক অটুট ভালবাসা।

মাতৃভাষার ছন্দে আমার হৃদয় বুঝি নাচে,

কেমন করে বলবো তারে আর এসো না কাছে !

বাংলা ভাষাই আমার অহং-মোর প্রাণের কুজন,

ময়ূরপুচ্ছে নেইকো আমার কোনই প্রয়োজন।

শুকতারার প্রথম আলো যে ভাষাতে দেখি,

সেই ভাষাতেই কথা বলে আমি পরম সুখী।

আর মায়ের মত মধুর রব এই ভাষাতেই আছে,

চিরকালের ঋণী তাই বাংলা ভাষার কাছে।

সবার শেষে একটি কথা-একুশে ফেব্রুয়ারি,

রক্তে রাঙা বিষাদ ভরা-কেমনে ভুলতে পারি !

Print Friendly, PDF & Email
Previous articleমহাকবির স্বরূপ।
Next articleদেবী নীহারিকা এবং কবি কালিদাস।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments