অন্ধকারের মাঝে হালকা প্রতিফলন
স্বপ্নের খোঁজে বিভোর হয়ে,
চলেছি লক্ষ্য নিয়ে,চলমান আকাশে
একটু আলোর খোঁজে ।
অস্তিত্ববাদের কঠোর অসারতায়
কতছবি আজও ভেসে যায়
নির্জনতার আড়ালে আজও সে কত-
হারিয়ে যাওয়ার কাহিনি খোঁজে।
সঙ্কেতহীন জীবনে সংকটের পাশে
আজও হামাগুড়ি দেয়, —সে
বিষণ্ণতায় ভরা জীবনে-
হালকা আলোর প্রলোভনে ।
অন্ধকারের মাঝে একটু চঞ্চলতা
আর নিরবতার আড়ালে একটু আভাস
এক রঙীন কল্পনায় চলেছে উদ্দাম হয়ে
একটু আলোর খোঁজে ।।