সময় ছোটে নিজের তালে তুমিও সাজাও তার রূপ,
সকাল-সন্ধ্যে আঙুল চালাও;টুকুস-টুকুস ফেসবুক।
মন্দাবাজার,শ্লীলতাহানি,ওপেন ক্রাইম,নো জব,
দিনের মধ্যে সাতাশিবার উথলে ওঠে বিপ্লব।
চুলটা হাল্কা স্পাইক করলে হেব্বি লাগে মাইরি,
বুকসেল্ফে সাজিয়ে রাখা,চেগেভারার ডায়েরি।
কিটক্যাট খাই,ললিপপ খাই,যা দিয়েছে অ্যান্ডি,
হোয়াটস অ্যাপটা নামিয়ে রেখো,ওটা ভীষণ ট্রেন্ডি।
নেতার সাথে আপোশ করি,বলতে কিছুই পারিনা,
উর্দিধারী সেলুট ঠুকলে,পুলিশ কাকু তুমি না!
ফ্রাইডেতে চল মানিস্কোয়ার,সিসিটু তে সোমবারে,
গরীব ভারত দুমড়ে-মুচড়ে,সিটিয়ে থাকুক ওইপারে।
আমার যা যা দৈন্য আছে,সেসব থাকুক সুপ্ত
কোনো কাজে ব্যাগড়া দিলে,করব তোমায় জব্দ।
অবরোধ হোক,টাফিক জট হোক,সিগন্যালে হোক রবিগান,
আজকে কাকা ইডেন যাব,নাচতে আসছে কিং খান।
প্রতিবাদী,সাম্যবাদী,আর ধরোনা বায়না,
ফ্লো উইথ দ্য কারেন্ট বেটা,পিছিয়ে থাকা যায়না।
ভিতর যদি তবুও কাঁদে,বিবেক ফোটায় তার হুল,
‘রিংটোনে দাও কবির সুমন,ওয়ালপেপারে নজরুল।’