রথের দড়িতে টান পড়লে,পুজো আসে।
আশ্বিন মাসে শরৎ নিয়ে, আসে পুজো।
রাখীবন্ধন এগিয়ে এলে,পুজো আসে।
কাশবন ভড়ে উঠলে, পূজো আসে।
পেজা তুলোর মেঘ ভাসলে, পুজো আসে।
শিউলি ফুল ঝড়তে চাইলে, পুজো আসে।
মধ্য বার্ষিক পরিক্ষার পর, পুজো আসে।
রোগা হওয়ার আরেক নাম পুজো,
সাজাগোজার অপর নাম পুজো।
পুজো মানেই নতুন জামা, সাজের নতুন বাহার,
পুজোতে বাঙালির ডায়েট কনট্রোল এক্কেবারে সবার।
পুজো বলতে অষ্ঠমীতে মন্ডপের ভীড়,
অঞ্জলি দেওয়ার জন্য হাজার হাজার জীব।
পেছন কাটা ব্লাউজ আর সুন্দর পাঞ্জাবি,
প্রেমে পড়লে পড়াই যায় বাঁধনছাড়া সবাই।
পুজো মানে রিইউনিয়ন, নস্টালজিক সবটা,
পুজো মানে স্মৃতিরগুলোকেই ফিরে পাওয়ার চেষ্টা।
পিতৃপক্ষের অন্তেই তো দেবীপক্ষ,
ঘাটে ঘাটে তর্পণ মানেই অশুরবিনাসানীর আগমন
বীরেন্দ্র কিশোর ভদ্রের সুর মহালয়া বাসে,
মহালয়া সাতদিনেতে অকালবোধন আসে।
সবটার যে অপেক্ষার তিনশো পয়ষট্টি,
তার মাত্র মাস দেড়েক ঠাঁই সবটি।
পুজো আসছে, পুজো আসছে ওটাই যে ভালো
পুজো এলেই বুঝবে কেমন নিমেষে কেটে গেল।
আসছে আসছেই ভালো, এলেই তো যেতে চাইবে,
মা কি আর ভোলানাথকে ছেড়ে বছরখানেক থাকবেন?