আমি নাকি দুষ্টু মাগো
অন্যেরা সব ভালো,
তবে কেন আমায় দেখে
তোমার চোখে আলো !
আমায় কেন আদর কর
মিষ্টি ছেলে বলে !
যখন তখন এসে আমায়
নাও গো কোলে তুলে !
আমি যদি দুষ্টু এত
দাও মা চুমা কেন !
চোখের আড়াল হলেই কাঁদ
হারিয়ে গেছি যেন।
আমি যখন লুকিয়ে থাকি
তোমার খাটের নীচে,
তখন কেন ডাক আমায়
চেঁচাও কেন মিছে !
আসল কথা সব ছেলেরাই
মায়ের কাছে দুষ্ট,
তবুও ত তাদের তরেই
মায়ের যত কষ্ট ।
কালু নীলু যতীন সতীশ
কিম্বা ন্যাড়া গবাই,
সবার মায়ের একই কথা
দুষ্টু যে একটাই।
সেটি হল নিজের ছেলে
বাকীরা সোনামানা,
তাঁর ছেলেটি উড়ছে যেন
গায়ে পাখীর ডানা।
তবুও ত’ সেই ছেলেটি
মায়ের চোখের মণি,
তার জন্যই কষ্ট যত
সহন করেন তিনি।
তাই ত’ মাগো তোমার কাছে
হইনা যতই পাজী,
এমন ছেলের মা হতে
তুমি সদাই রাজী।
আমিও তাই তোমার কোলে
যখন লুকাই মুখ,
তার থেকে পাইনে মাগো
অন্য কোথাও সুখ।