সুখ পাওয়া যায় নাকি শপিং মলে
দাম কত রে?
সুখ কি থাকে ওই উঁচু ফ্ল্যাটগুলোতে?
2 BHK না 3 BHK কি সব বলে,
কত টাকা হলে সুখ কেনা যায়?
সুখ কি টাকার গন্ধ চেনে?
না কি সুখ পাওয়া যায় লং ড্রাইভে
প্রাণের সখার হাতটি ধরে?
হ্যাঁ রে এই হীরের আংটি বুঝি
এই বছরের অ্যানিভারসারি সারপ্রাইস
বরের থেকে?
না না, এটা তো লাস্ট ইয়ার গিফট
এই বছর তো এই বালা জোড়া
কি সুন্দর ডিজাইন দেখ,
পুরো আশি হাজার খসেছে বরের,
ওরে বাবা, এত দাম?
আরও আছে রে
বর তো মাল্টিন্যাশানাল কোম্পানিতে
আমার গাড়ি, ফ্ল্যাট, শাড়ি, গয়না
কোনও কিছুরই তো অভাব নেই রে
তাই কি তুই মাঝ রাতে
রোজ ফেসবুক-এ তে?
হ্যাঁ রে, বরের কি আর সময় আছে
আমার জন্য,
শুধু শনিবার একটু বাইরে খাওয়া,
আর রাত বিরেতে ওর সব আবদার
মেনে নেওয়া,
শুধু ওই একটা দিন।
আর বাকি দিনগুলোতে আমি আমার ঘরে
ফেসবুক-এ তে লেট নাইট,
ও খুব ব্যস্ত রে, শুধু কাজ আর কাজ
সারাদিনের ক্লান্তির পর আমার
সাথে আর কথা বলার সময় কই,
ও অনেক অনেক টাকা চায় রে
না হলে স্ট্যাটাস যাবে চলে।
স্ট্যাটাস কি রে?
আরে ওসব তুই বুঝবি না
পশ এলাকায় 3 BHK ফ্ল্যাট চাই
কমপক্ষে সত্তর আশি লাখ হতেই হবে
আর রোববার, বারমুডা পরে বিদেশী কুকুরকে
সকালবেলা পটি করাতে নিয়ে যেতে হবে,
আর তারপর গাড়ি করে
পকেটে মোটা মানি ব্যাগ নিয়ে
বাজারে মাছওয়ালিকে বলতে হবে
বড় ইলিসটা আর গলদা চিংড়ি
এক কেজি তুলে রাখিস আমার জন্য,
তাছাড়া বাড়িতে একটু স্কচ হুইস্কি
মাঝে মধ্যে একটু পার্টি
আর বাংলা ভুলে ইংলিশ এ চ্যাট
এই আর কি।
তুই তো তাহলে ভীষণ সুখী,
হা হা হা…
মরীচিকার পেছনে ছুটছি আমরা
সম্পর্কের ছোট ছোট
ভালো লাগা গুলো হারিয়ে যাচ্ছে।
জানিস, ও এখন আর একবারও বলে না
তোমায় আজ বেশ সুন্দর লাগছে,
আজ তোমার রান্নাটা খুব ভালো হয়েছে,
একবারও আমাকে জড়িয়ে ধরে বলে না
আমি তোমায় ভালবাসি।
আর ফুল আনে না আমার জন্য,
জানিস ঘুমের ওষুধ না খেলে
এখন আর ঘুম আসে না।
ছাড় ওসব কথা
তোর কথা বল।
আমি যে খুব সাধারণ রে
আমার আবার কি কথা,
ভবানীপুরের ওই ছোট বাড়িটাতেই আছি আমরা
বর, শ্বশুর, শাশুড়ি আর ছেলে তাতান
এই তো আমার পৃথিবী,
সুখে দুঃখে ভালই কাটছে
আমার বর সাধারণ চাকুরে
কিনতু অসাধারন মানুষ রে
আমার সুখ দুঃখ সমানভাবে ভাগ করে নেয়,
এখনও জানিস, যখন আমরা দুজনে থাকি
ও আমাকে সেই সোনা বলেই ডাকে,
উফ এখনও সেই একই রকম দুষ্ট আছে,
এখনও আমাকে একবার জড়িয়ে না ধরলে
ঘুমই হবে না তার,
এই গরমেও আমাদের এসি লাগে না জানিস
আমাদের ভালবাসার শীতল বাতাস
ঘরটাকে খুব ঠাণ্ডা রাখে,
আর সন্ধ্যে বেলার আমার হাতে মাখা মুড়ি
আর চা এখনও ও চেটে পুটে খায়,
আমার সাথে এখনও কত গল্প করে
মাঝে মধ্যে দুজনে একসাথে এখনও
হারানো সুর, সপ্তপদী দেখি জানিস,
একটা দারুন অনুভুতি হয় রে
তোকে বোঝাতে পারব না,
ওই খোলা আকাশের মুক্ত বাতাসে
আমার ভালবাসার ইচ্ছেডানা
মেঘের সাথে ভেসে বেড়ায়,
ভালবাসার ওই বিশাল আকাশটা তো আমার
আমার আবার অভাব কিসের
তাই তো আমি ভীষণ সুখী।।