প্রাচীনকালে সুন্দর বলে শ্যামবর্ণ হতো না গন্য,
মিথ্যা কলুষতাই ছিল সদাই সে নগন‍্য।
বর্তমানে শ‍্যামবর্ণ সৌন্দর্যের উত্তরাধিকারী,
নিকশ আধার মাঝে আলোর দিশারী।
সৌন্দর্য জারজ লজ্জা অপবাদে ভূষিত;
করে প্রকৃতির শক্তিকে করায়ত্ত,
মন্দকে করেছে ভালো শিল্পের মিথ্যে ধার করা মুখে।
সৌন্দর্যের নেই কোন নাম, তা পবিত্রতার সীমায় নয় আবদ্ধ,
অশ্রদ্ধা না হলেও এটা অবজ্ঞার,
এই জন্যেই আমার প্রেয়সীর চোখ নিকষ কালো
যা ভাবের উপযোগি,তারা যেন বিলাপ করে
তাদের জন্য যারা জন্মেই গৌরবর্ণ নয়, তবুও সৌন্দর্যের অভাব নেই,
মিথ্যা সম্মানের দ্বারা করে সৃষ্টির নিন্দা:
তবুও শোকার্ত তারা তথাকথিত দুর্দশায়,
তাই প্রতিটা জিহ্বাই বলে এমনই হয় সৌন্দর্য ।

– ডার্ক লেডি সনেট ১২৭,
লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার,
অনুবাদ করেছেন সুকন্যা বসু মল্লিক

Print Friendly, PDF & Email
Previous articleজরায়ুজ
Next articleকৃষ্ণপক্ষের শেষে
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments