জন্মসূত্রে তুমি বিদেশিনী কর্মক্ষেত্রে ভারত ভগিনী
মহিমাণ্বিতা প্রাণা,
মহতী স্বভাবে অমলিন হিয়া নিবেদিতা তুমি উজ্জ্বল দীয়া
অনন্ত অম্লানা।
সেবাপরায়ণা করুণা আধার তোমার তুল্য নাহি কেহ আর
ধন্যা হে লোকমাতা,
ভারতত্রাতৃ দেবী কল্যাণী স্বামিজী শিষ্যা বিশ্বরূপিণী
জীবন অমর গাথা।
আর্ত সমখে জননীর রূপে দিয়েছিলে দেখা স্নিগ্ধ স্বরূপে
মোদের ভূমেতে আসি’,
বিদেশিনী তবু ভারতপথিকা হৃদয়ের মাঝে নাহি সীমারেখা
আপ্লুত দেশবাসী।
স্বামিজীর সনে লভিলে দীক্ষা বেদ বেদান্ত গীতার শিক্ষা
জীবধর্মেতে ব্রতী,
নারীকল্যাণে তোমার ভূমিকা স্বর্ণাক্ষরে ইতিহাসে লেখা,
ছড়ায়েছ তব দ্যুতি।
খণ্ড ক্ষুদ্র বর্জন করি অবিনশ্বর সন্ধানে পাড়ি
শাশ্বত পথে যাত্রা,
ত্যাগ তিতিক্ষা দরদী ধর্মে মমতা ও সেবা মরমী কর্মে
জাগরুক নব মাত্রা।
একাধারে তুমি শিক্ষয়িত্রী অন্যদিকেতে মঠের কর্ত্রী
এদেশই তোমার স্বদেশ,
আচারে আহারে ছিলে অনন্যা ভারতমাতার আপন কন্যা
ব্রহ্মচারিণী বেশ।
অন্তরালের অবগুণ্ঠনে দেশ মাতৃকা অশ্রুমোচনে
নিজেরে করেছ নি:স্ব,
সাহিত্য সেবা দৃপ্ত কলমে আজিও জাগায় শিহরণ রোমে
বন্দনা করে বিশ্ব।
সারদামায়ের আপন দুহিতা ভারতভগিনী দেবী নিবেদিতা
তুমি যে ভারত আত্মা,
আত্মত্যাগের পূত আদর্শ সুপ্তোত্থিত ভারতবর্ষ
প্রণমি তোমার সত্তা।