লুচি খাই রে লুচিই ত’ খাই আলুর দমের সাথে,
সকালে খাই দুপুরে খাই খাই রোজই রাতে।
আমার কথায় সবাই বুঝি চমকে গেলে নাকি !
যা বলছি সত্যি বলছি নেই কোনোই ফাঁকি।
কারো বাড়ি গেলেও আমার চাইই চাই লুচি,
রুটি ভাতে চিরকাল আমার বেজায় অরুচি।
মাঝেমধ্যে ডালপুরী,বল্লভী, কচুরী,
গুরুপাক পরোটাও আমি হজম করি।
চারটে যুগ ধরেই এমন চলছে খাওয়া লুচি,
মাছ মাংসে ডিমে তেমন নেই ত’ নাচানাচি।
তবে মাছ মাংস খেতেই হয় প্রোটিন পাওয়ার জন্য,
কিন্তু লুচি খেয়ে তবেই আমার জীবনটা হয় ধন্য।
তবে পরোটা ঐ ডিমের হলে কিম্বা মোগলাই,
কম করে এক ডজন চাই ই আমার চাই।
কিন্তু আমার নেইকো ভুঁড়ি, রক্তেও নেই চিনি,
রক্তচাপও স্বাভাবিক তায় চর্বিও নেই জানি।
হৃদয়টি মোর খুবই শক্ত, রক্ত তরল অতি,
ভালবাসা আমার সদাই আছে লুচির প্রতি।
আগের দিনে মা ভাজতেন দালদা দিয়ে লুচি,
গন্ধের চোটে আসত ছুটে বাইরে থেকে মাছি।
এখন ভাজা সাদা তেলে স্বাদটা গেছে কমে,
তবে ঝাল ঝাল আলুর দমে ব্যাপারটা যায় জমে,
সাদাসাদা আলুচচ্চড়ি কিংবা আলুভাজা,
যাই খাই লুচির সাথে মনে হয় তো রাজা।
তোমরাও সবাই ভাত ছেড়ে লুচির দিকে ঝোঁকো,
সতেজ রাখো শরীরটাকে সদাই সুস্থ থাকো।