অনেক বই, গান ও মানুষ পেরিয়ে
ন্যায্য অধিকার এর লড়াই এর উদ্দেশ্য নিয়ে
আমি এসে দেখি, ওদের জীবন কাড়া হচ্ছে
আস্তে আস্তে, আস্তে আস্তে |
তারা আর পারছে না করতে সহ্য
এই অত্যাচার কে করছে তারা অগ্রাহ্য
খোলো বন্ধু নিজের চোখ
এরা যে আমাদের নিজেরই লোক |
গলা টিপছে তাদের অদৃশ্য হাত
হবে নতুন সকাল পেরিয়ে এই আবছায়া রাত
কোপ মারছে মালিক সাপেরা
এখন কাজ এক নতুন প্রণালী গড়া |
শুনুক তারা যুদ্ধের আগমনী
মানুষের হাতুড়ি ভাঙবে তাদের খুলি ||