ভাঙা আয়নায়, জাগে অবসাদ

আঙুলের ফাঁকে লেগে থাকা চাঁদ,

দেরাজে গুমরে মরে ||

পাঁজরের হাসি, রাত নির্বাক

ভালোবাসাগুলো বিশেষণ পাক,

ভেজা নিশ্চুপ স্বরে ||

 

~ মন্দ-বাসা ~

Print Friendly, PDF & Email
0 0 vote
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments