~ প্রাপ্তিহিসাব ~​

সারাদিন ব্যস্ততা ঢাকা বেসামাল পথ চলা
সাঁঝের হাওয়ায় ভর করে আসে ক্লান্তির দোলা;
কাঠের তক্তাতে পাক খাওয়া বপুযষ্ঠি সটান​
উর্ধ্বপানে চেয়ে প্রসারিত মুখে বিজৃম্ভন;​
মনের টেবিলে হিসাবের খাতাটা ওল্টানো
না মেলা গোলমালে নিজের মগজাস্ত্র চেবানো ;
মধ্যিখানে এদিক সেদিক চিন্তার দ​ড়িতে টান​
সরল জটিল মিলেমিশে ক্রমশ জঞ্জাল​;
বিশ্লেষণের পারদস্তম্ভ ওঠে আরেক ঘর উর্ধ্বে
কাজের হিসাব পিছু ফেলে ব্যক্তি হিসাব চ​ড়কে ;
দেনাপাওনা আর শুধু পাওনার দুটো হিসাব সমানে
একটা টেবিলের ওপরে আরেকটা টেবিলের তলে ;
সুযোগ বোধহ​য় আরও ছিলো ,-
পকেট কিছুটা খালি ছিলো ;
ক্রমবাড়ন্ত ইচ্ছায় আর হিসাবের জটিলতায়​
তন্দ্রা কিছুটা ঘোর কাটাল ;
জানালা পাশে শিশুদের কলতান কানে এল​
সে সারল্যও কেমন যেন অযথা জটিল লাগল​;
শরীরটা মুক্ত অথচ ভেতরটার চারপাশে নাগপাশ​
ভুয়ো গণনায় সুখের আশ্বাস ;
সামনের পথ ব​ড় দুর্গম​, কষ্টের উত্তাপ​
ভ​য়ার্ত মন​, সাথীহীনতার আভাস​
জানালার বাইরে স্নিগ্ধ বাতাস –
চাঁদের জ্যোৎস্না আলো ঠিকরে মেঝেতে প​ড়ছে ।

Print Friendly, PDF & Email
Previous article21 Colorful Places You Should Visit Once In Life
Next articleআলো
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments