আজ সব পুড়িয়ে ফেলা যাক,
শুকনো বনে দাবানলের মতো,আতসের নিচে কাগজের মতো।
পুড়িয়ে ফেলা যাক পাওয়া-না পাওয়ার সন্ধিপত্র,ডাইরির পাতার শুকনো গোলাপ।
যোজ্ঞে ঘৃতাহুতির মতো পুড়িয়ে ফেলা যাক ধুলোজমা পত্র গুলো,অসমাপ্ত স্বপ্ন-সংসার।
আজ পুড়িয়ে ফেলা যাক সমস্ত পিছুটান,হলুদ বিকেল,স্মৃতি ডাইরি।
সবশেষে যাবো ভালোবাসার শেষযাত্রায়,একসাথে দাহ করবো ভালোবাসার শবদেহকে।
ভালোবাসার সাথে মন পুড়বে,সময় পুড়বে -পুড়বে তোমার- আমার অতীত-স্মৃতি।