দেখো দেখো সুন্দর এই নীরবতা।
শোনো শোনো, বুঝে নাও নীরবের কথা।
বুক ভেঙে ঢুকে যাক প্রাণের ভেতর
স্তব্ধতা, কাঠিণ্য- গতিহীন ঝড়।
উচ্ছল, টলমল প্রেম- মোহ- আশা
প্রাণ পাক্, দেহ পাক্, পাক্ স্থায়ী বাসা।
মোট কথা সূর্যের মহা তীব্রতা
ছারখার করে দেক্ আজ সব কথা।
তবে আজ হোক তাই, মুছে যাক কথা।
শূণ্যতা ভরে দেক্ মহা মৌনতা।