নামহীন

ঝড় থেমে গেছে, হালকা রোদ মেঘের ফাটল দিয়ে নু্য়ে পড়েছে বারান্দার লোহার গ্রিলে।
স্তব্ধ পৃথিবী আজ আবার সুন্দর, আবারও চলমান।
চলতে চলতে ক্লান্তি ভাঙা আর্তনাদ হারিয়ে গেলো যাদের,
ওই অট্টালিকার ভীষণ ছায়ায়ে বিলীন হল যারা,
তাদের কেনই বা মনে রাখা?

জল সরে গেছে, ভোরের আলোয়ে ছোট্ট চারা গাছ মাথা চাড়া দিয়ে ওঠে।
ব্যস্ত পৃথিবী আজ আবার কর্মরত, আবারও যুদ্ধে রত।
শুধু নামহীন, রঙহীন যারা, বার বার হারিয়ে যায়, পিষে যায় নির্দ্বিধায়;
ভুলে যাই যে শূন্য দালানের কথা, অপেক্ষায় মৃত যে শিশু,
তাদের নিয়ে কিসের এত লেখা?

Print Friendly, PDF & Email
Previous articleসহবাস
Next articleছুটি (৩য় পর্ব)
Adrija Basu
A post graduate student of English literature, loves writing poetry and non fictional articles.
5 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments