আজও বেশ মনে পড়ে
পাঁচিলের একধারে
ছিল বুড়ো বটগাছ একখান,
নারকেল মহুয়ার
সবুজ সে সংসার
স্মৃতিতে এখনও অম্লান।
পড়লাম পেপারে
খুব বড় ব্যাপারে
ছোট্ট সে সবুজের নেই ঠাঁই।
হবে খিল দরজা
‘ও সবুজ মর যা !’
তোকে নিয়ে ভাববার লোক নাই।
পুড়ছে অ্যামাজন
পুড়ছে দরদী মন,
তত বাড়ে করাতের শব্দ,
এইভাবে হল শেষ
রইলো না অবশেষ,
কলের কুঠারে কাল জব্দ।