কলেজের প্রথম দিন সেই তিন বছর আগে,
তোমার সাথে প্রথম দেখা গোল রেলিং বাঁকে।।
চিতার আগুনের মতো জ্বলতে থাকা কঠিন বুকে
তোমার দেওয়া একফোঁটা কথায় আগুন শান্ত হবার সান্ত্বনায় একাই রাত জাগে,,
খুঁজে বেড়ায় আকাশে নিরুপ পানে চেয়ে একটি তারা যার অনেক আলো,
যে মুছে দেয় সব অন্ধকার জমে থাকা গায়ে মাখা যান্ত্রিক অলসতা;
আর নির্ভেজাল হাসিতে সে আবারো জীবন দেয় ছাই হয়ে যাওয়া কোনো সভ্যতায়।
তবু সেই দূরত্ব কেনো এতবেশি হয় পথিক হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে রয়!!
আমি জানিনা সেই একপেয়ালা ক্যান্টিন এর কফি কেনো আজও বারে বারে ডাকে,
আর সেই কলেজের রাস্তা যার প্রতিটা মাইলস্টোনে শুধু তোমার গন্ধ লেগে থাকে।
তুমি শুধু অদৃশ্য করেছ তোমার শরীর মন আজো ঘুরছে সেই রাস্তার অলিতে গলিতে ;
কিছু নতুন প্রেমিক,কবি আর ছবিওয়ালার ভিড় আজো হয় কলেজের গেটে,
কিছু অবাধ্য চিন্তা আবারো ছুটে চলে ঝাঁকে ঝাঁকে!!
কিছু পূর্ণতা পায় আর কিছু অপূর্ণ থাকে; ছেড়ে আসা ক্লাসের সিলেবাসের মতো
তিন বছর শুধু স্মৃতিই থাকে ভালোবাসা বয়ে বেড়ায় হাজারো ক্ষত।।