আমি নদীতে নেমে,
পাড়ে এসে বসলাম।
আমি ভাবতে চেষ্টা করলাম কিন্তু পারলাম না,
তাই নদীতে ঝাঁপ দিলাম আর ডুবে গেলাম।
প্রথম বার উঠে তীব্রস্বরে চিৎকার করেছি!
দ্বিতীয় বারে এসে কেঁদেছি!
যদি এই জল এত স্নিগ্ধশীতল না হতো
আমি হয়তো ডুবেই মারা যেতাম।
তবে সেই জল ঠান্ডা ছিলো ! অনেক ঠান্ডা ছিলো !
আমি লিফটে পা রাখলাম
মাটির উপরে ষোল তলা।
আমি আমার সন্তানের মুখটা কল্পনা করলাম
আর নিচে ঝাঁপ দেবার কথা ভাবলাম।
সেখানে দাঁড়িয়ে আমি খুব চিৎকার করলাম!
সেখানে দাঁড়িয়ে আমি খুব কাঁদলাম!
যদি এটির উচ্চতা এত বেশি না হতো
হয়তো আমি ঝাঁপ দিয়ে মরেই যেতাম।
তবে এটির উচ্চতা অনেক ছিলো ! অনেক উঁচু !
আর তাই যেহেতু আমি এখনও এখানে জীবিত রয়েছি ’,
মনে হয় আমি বেঁচেই থাকবো।
ভালবাসার জন্য আমি মরতে ও পারতাম —
কিন্তু বেঁচে থাকার জন্যেই যে আমি জন্মেছিলাম
যদিও তুমি আমাকে চিৎকার করতে শুনতে পাবে,
এমনকি আমাকে কাঁদতেও দেখতে পাবে হয়তো —
আমি জেদি, মিষ্টি বাচ্চা হবো,
যদি আমাকে কখনো মরতে দেখো।
জীবন সুন্দর ! নেশার মতো সুন্দর ! জীবন সুন্দর!
Translated by : Tania Akter
Daffodil International University
Department of English