মিথ্যে গুলো জড়িয়ে থাকে ,

কাঁচ জানালার পাশে।

ঘুম জড়ানো চোঁখ গুলো ,

আজ মেঘলা হয়ে আসে।

পরদা টানা ঘরের মাঝে ,

ধূলোর দেহো ভাসে।

শরীর ছিঁড়ে বেরিয়ে আসে

এই ক্ষত অদ্ভট উল্লাসে।

আজ একটু একটু জমানো খিদয়ে ,

নক্ষত্র মরণের খেলা ,

চোখের সব  স্বপ্ন পুড়িয়ে ,

আমার আজ বিদায় নেয়ার পালা।

ভুলের শিকল পরিয়ে দিয়ে ,

হারিয়ে ফেলি গোপন অভিসারে।

স্নেহ রস গুলো শুষে নেয় ,

হাজার হাজার কালো ছত্রাকে।

নিজের নিজেকে হারিয়ে ফেলা ,

কোন দেবতার অভিশাপে।

ক্ষমাও আজ বড্ডো দামী ,

তার এই ছোট্ট ভুলের কাছে।

আজ একটু একটু জমানো সময়ে ,

ভুল গুলো সব ফিরে পাওয়া ,

নিজের দেহ নিজে পুড়িয়ে ,

আমার আজ বিদায় নেয়ার পালা।

~ ঘুম ভাঙ্গানোর গান ~

Print Friendly, PDF & Email
Previous articleব্যর্থ প্রেম
Next articleবাকিটা ব্যক্তিগত
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments