কারো জিভে স্বাদ নেই কারো নাকে গন্ধ,
কেউ বলে শ্বাসটাই হয়ে গেল বন্ধ,
কারো বুকে কফ জমে হল জোর হাঁপানী,
কারো গায়ে খুব জ্বর তার সাথে কাঁপুনি।
হাতে পায়ে যন্ত্রণা মাথা জুড়ে ব্যাথা,
কেউ হয় অজ্ঞান মুখে নেই কথা।
বুকের বেদনা সাথে পেট দেয় ছেড়ে,
চর্মরোগেতে সারা দেহ যায় ভরে।
কি অসুখ এসেছে হায় পৃথিবীটা জুড়ে,
ছোট থেকে বড় দেখি কারোকে না ছাড়ে।
সাথে যদি রক্তেতে চিনি থাকে বেশী,
নামে ওঠে রক্তের চাপ যত খুশী,
সংগে হৃদয় মাঝে যদি থাকে ক্ষত,
তাহলেই ভয়াবহ কোরোনার গুঁতো।
লক্ষ লক্ষ লোক হারায়েছে প্রাণ,
কবে যে বেরুবে টীকা–মুস্কিল আসান !
কিন্তু ব্যবসাও চলছে যে কত রকমারী,
কেউ খায় লুটেপুটে টাকা কাঁড়ি কাঁড়ি।
কারো বা যাচ্ছে প্রাণ কেউ হয় নি:স্ব,
মহামারী ভয়ে হায় কাঁপে সারা বিশ্ব।
তারই মাঝে যত আছে দুষ্টের দল,
মাথায় ঘুরছে শুধু কপটতা ছল।
ঠকিয়ে আর্তজনে হয় সবে ধনী,
মানুষের বেশে যত বিষধর ফণী।
জীবন দুর্বিষহ দুহাজার বিশে,
রক্ষা কি পাব মোরা আসছে একুশে !
চীন থেকে আমদানি জীবাণুটা জানি,
প্রাণ নিয়ে দিনরাত করে টানাটানি।
রক্তটা চুষে খায় জীবন বেহাল,
তার ফাঁকে কেউ দেখি ফুলে ফেঁপে লাল।
ব্যবসার সাথে মিশে গেছে রাজনীতি,
জানি না কবে যে হবে কোভিডের ইতি।