ভেবেছো যদি পেয়েছো পার 
চিন্তা করে দেখো আবার
হাতে পড়লে যাবে কোথায়
প্রতিশোধ তারা সবাই চায় ।

ধারালো হচ্ছে কাস্তে
শক্ত হচ্ছে হাতুড়ি
ফিরে তাকাও তুমি, আস্তে আস্তে
লাল হয়ে ভিজেছে ভুমি।

ভাবিয়ে তোলে আমায় এখনো 
তাদের অত্যাচারের চিৎকার
চেষ্টায় আছি, চেষ্টায় থাকবো
করতে সমাজের প্রতিকার ।

ধরো হাত আমার, পা মিলিয়ে চলো
পথ দেখাচ্ছে আমাদের লাল লণ্ঠনের আলো ।।

Print Friendly, PDF & Email
0 0 vote
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments