মুহূর্তগুলোকে বাক্সবন্দি করে রাখতে পারলে কবেই দেশান্তর হতাম আমি।
অযাচিত অতিথি হয়ে কতবারই বা দোরগোড়ায় এসে দাঁড়ানো যায় তোমার প্রত্যাশায়।
তোমার রাজ্যে অধিবাসী অনেক, তোমার বিস্তীর্ণ শরীর জুড়ে ঝরে পড়ে অহংকার।
শুভাকাঙ্খীরা তোমায় সোনায় তোলে, হয়তো বা আমিও সেই বিশাল জনসমষ্টির একজন।
কিন্তু তুমিই বলো, অনাকাঙ্খিত ফেরিয়ালার থেকেও নিকৃষ্ট যখন তোমার আত্মঅহংকার, ঊর্ধ্বগামী সাফল্য যখন উড়িয়ে নিয়ে যায় তোমায় রূপকথার দুনিয়াতে, যেখানে দুয়োরানীর দুঃখ শুরু আর শেষ হয় তোমার আত্মকেন্দ্রিক মনস্কতায়, তখন সমস্ত মন জুড়ে বেজে ওঠে তোমায় দূরে সরানোর উদ্বেগ আন্দোলন।
প্রতিপত্তির আত্মগরিমার পাতলা আবরণ যখন পাল্টে দেয় রং তোমার দুনিয়ার,
তখন মনে রেখো, বেলাশেষে যখন সবাই ফিরে যাবে বাসায়, তোমার অহংকার আর সামর্থ নেবে ছুটি ওই চাঁদবদন শরীর থেকে, বুকের কাছের ওই ধমনীতে হালকা ব্যথার ওষুধ পাবেনা ওই টাকার গদিতে।
আর দুয়োরানী থেকে যাবে কাঁচা ঘরের শুকনো কোনায় নিজের আত্ম অভিমান নিয়ে।
একটা গল্প
Subscribe
Login
1 Comment
Oldest