Tags প্রেমের কবিতা
Tag: প্রেমের কবিতা
আমি আছি থাকবো
একা একা বসে ভাবি তুমি ভাবছো কী
আছো দূরে কিন্তু আমার কথা ভাবো নাকি
কাঁটাতার নেই আর নেই ব্যারিকেড
জানিনা কোন শক্তি না চাইলেও
রাখে আলাদা আমাদের।সময় কাটছে...
পুড়িয়ে ফেলা যাক
আজ সব পুড়িয়ে ফেলা যাক,শুকনো বনে দাবানলের মতো,আতসের নিচে কাগজের মতো।পুড়িয়ে ফেলা যাক পাওয়া-না পাওয়ার সন্ধিপত্র,ডাইরির পাতার শুকনো গোলাপ।যোজ্ঞে ঘৃতাহুতির মতো পুড়িয়ে ফেলা যাক...
শোনো মৃন্ময়ী
শোনো মৃন্ময়ী
তুমি আসছো কি আজকে
কত যুগ পর তোমায় আবার পাচ্ছি
বিদায় জানিয়ো না আর আমাকে।
দরজা খোলার আওয়াজ
সিঁড়ি দিয়ে তুমি উঠছো উপরে
যেমন ছিলে, তেমনই আছো
চোখে চশমা...
নিয়ে চলো
যদি বল চলেছি এঁকে বেঁকে নদীর মত
হয়েছ ডাঙ্গা তুমি
রেখেছ ধরে আমায়।
সময় যা হয়েছে গত এবং বাধা আসবে যত
তোমার আহ্বানে বয়ে চলেছি আমি
নিয়ে যাবে যেথায়।।