Home Literature Poetry বাউড়িয়া

বাউড়িয়া

0
বাউড়িয়া
~ বাউড়িয়া ~

ছুটন্ত ট্রেনের জানালার পাশে
আমি বসে আনমনে,
দেখছিলাম ঐ তপ্ত দুপুরে ,
প্রকৃতি কেমন নিদ্রামগ্ন,
স্বপ্ন ভেসে বেড়ায় কেমন
ঘন নীল গগনে ।

ট্রেনের চাকা থামল এসে ,
দৃষ্টি গেলো মোর
রেললাইনের পাশে,
দাড়িয়েহিল ছিল সেখানে
ছোট্ট একটি মেয়ে ,
চোখে তাঁর আকুলতা
খুঁজছিল যেন কাকে,
এদিক ওদিক তাকানোর সাথে
কাঁদছিল মাঝে মাঝে।

কে যেন বলল,
বাপ ফেরেনি দুদিন হল,
খোঁজ নেই কোনো তাঁর,
ট্রেনে বোধহয় পড়েছে কাঁটা ,
ছিল ট্রেনের হকার,
কিংবা পালিয়েছে দেনার দায়ে
ভাসিয়ে সংসার,
কেউবা বলল দুঃখ করে
“ আহা ! কি হবে মেয়েটার ?”

ট্রেন দিল ছেড়ে অবশেষে,
মেয়েটা দাড়িয়ে তখনও ,
করুনামাখানো বুলি
কানে গেলনা তাঁর,
ট্রেনের চাকার শব্দে হারাল
নিঃশব্দ হাহাকার,
মেয়েটার চোখ
চেয়ে চেয়ে দেখে
নেই কোনো প্রতিক্রিয়া,
পিছে ফেলে চলে এলাম
স্টেশন বাউড়িয়া ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments
wpDiscuz
0
0
Would love your thoughts, please comment.x
()
x
Exit mobile version