Home Literature Poetry নববর্ষের আহ্বান।

নববর্ষের আহ্বান।

0

বোশেখ বলেবড্ড গরমকেমন করে থাকি!

তাই মাঝে মাঝেই সাঁঝের বেলায় মেঘের নৌকো ডাকি।

একটু যাতে শরীরটাকে ভিজিয়ে নিতে পারি,

এক ঝলক ঠাণ্ডা হাওয়াআরাম লাগে ভারি।

তবে নতুন বছরসে আসে আমারই আহ্বানে,

কবিরা তাই মেতে ওঠেন বৈশাখী জয়গানে।

শুনে হেসে জ্যৈষ্ঠ বলেবোশেখ, পারিস তুই

গরম কারে বলে তোর ধারণাটাই নেই।

যেমন গরম তেমনি তাপপ্রাণটি হাঁসফাঁস,

নতুন বছর এলেই ভাবি আমার সর্বনাশ।

আষাঢ় বলেযাই বল ভাই, এই কথাটি স্পষ্ট,

আমার জন্য তোমার কিন্তু কমে অনেক কষ্ট।

ধুইয়ে দেয় তোমায় আমার শীতল বারিধারা,

আমার সংগে তোমার তাই আছেই গাঁটছড়া।

শ্রাবণ হাসেবলে আষাঢ়বলিস নি তুই মন্দ,

তবে তোকে আমি পূর্ণ করি নেই কোনোই সন্দ।

নদীনালায় জল টলমলআমারই হাতযশ,

যাই বলিসতোরা কিন্তু সবাই আমার বশ।

ভাদ্র বলেশাওন একটু বেড়েই গেলো মাত্রা,

আমার হাত ধরেই কিন্তু শরৎকালের যাত্রা।

সাদা সাদা মেঘের পুঁজি আর কাশফুলের মেলা,

আমি না থাকলে কি আর জমত দুয়ের খেলা!

আশ্বিন অবাক ভারীছি ছি ভাদ্র তুই!

এসব কথা কেমন করে বলতে পারিস ভাই।

তোর জন্যই ঊষ্ণতা আবার আসে ফিরে।

শরতের কি জানিস তুইথাক্ না চুপ করে।

আমি এলে তবেই আসেন ঁমা বাপের বাড়ী,

আমার সংগে চলবে না রে কোনোই জারিজুরী।

আশ্বিন যা বলেছেএকেবারেই ঠিক

নেই কোনোই দ্বিধাদ্বন্দ্বআসরে কার্তিক।

তবে ওসব ঝগড়া থাকচল্ না ফিরে গাঁয়ে,

যেথা নবান্নের সুর বেজেছে ডাইনে এবং বাঁয়ে।

অঘ্রানও সেই সুরেতে মিলিয়ে দিল সুর,

আনন্দেই থাকি সবাইঝগড়া থাকুক দূর।

পৌষ খুশীবেশ বেশআর বিবাদ নয়,

শীতল হাওয়ায় আয় রে করি ঊষ্ণতাকে জয়।

মাঘ কিন্তু এক টুকরো জায়গা নাহি ছাড়ে,

বলে পৌষআমার সাথে যাস না টক্করে।

আমি আছি বলেই না আছে শীতের ছন্দ,

তোদের মধ্যে শ্রেষ্ঠ আমিআছে কি কোনো ধন্ধ !

ফাগুন বলেবেশ বলেছএবার তবে শোনো,

শেষে এলেও আমার মনটি সদাই রঙিন জেনো।

রংবাহারে ভরিয়ে দেইআমি চির নবীন,

আমার পাশে বন্ধু তোমরা একেবারেই দীন।

এমন কথা কেমন করে বলতে পারল ফাগুন !

তার উপরে বাকীরা সব রেগেই বুঝি আগুন।

অবশেষে চৈত্রশান্তি আসুক শান্তি,

কলহ আর কলরবে দাও এবার ক্ষান্তি।

ফুলে ফুলেই হোক্ না শেষে বর্ষ অবসান,

নববর্ষবৈশাখই ফের করুক আহ্বান।

———————————————————-

         স্বপন চক্রবর্তী।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments
wpDiscuz
0
0
Would love your thoughts, please comment.x
()
x
Exit mobile version