Home Literature Poetry স্বপন-তুলি

স্বপন-তুলি

0
স্বপন-তুলি

স্বপনে দেখা যায়, ওই রং মাখান-হোলি,

প্রেমের-পরশে,  তোমায় আঁকি, দিয়ে প্রেমের-তুলি।

হৃদয়ের কাশফুল, দেখো,  প্রেমের-বাতাসে নড়ে,

জীবন-নদীর প্রেমের-বালুকণার চড়ে।

প্রেমের-পথিক, দেয়-যে পাড়ি, ধরি সেই পথের-গলি,

কি-বিপুল হরষে তাই,  মোর মন-যে ওঠে দুলি!

দোয়েল পাখির শিসে, ভোর-যে হল হায়,

রাতের-পথিক উঠেছে রথে, প্রেমের ইশারায়।

প্রেমের-নাওয়ে উঠতে চায়-যে প্রেমের-পরশ গুলি,

তাই ছুটে যাই তন্দ্রা -দেশে, স্বপনে  ফুটে ওঠে প্রেমের-রঙ্গোলী।।

~ স্বপন-তুলি ~

0 0 votes
Article Rating
Subscribe
Notify of

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments
wpDiscuz
0
0
Would love your thoughts, please comment.x
()
x
Exit mobile version