Home Literature Poetry মিষ্টি সন্দেশ।

মিষ্টি সন্দেশ।

0

রসগোল্লারখুড়তুতো ভাই-‘রসমালায়েরমেসো,

জলভরাবলেনআমার মেয়েকে ভালোবেসো।

ক্ষীরতোয়া  ছোট্ট মাসীত্রিপুরাসুন্দরী,

তাঁর খুনসুটির কথা ভুলতে কি আর পারি !

জনাইতে মোর শ্বশুরবাড়ীস্ত্রীটিমনোহরা’,

আমার শ্যালকচন্দ্রপুলি’-ছোটটিরসকরা

শ্যালিকাটিপ্রাণহরানয়নভোলা রূপে,

বসে আছেনসরপুরিয়ারকোমল ঘাড়ে চেপে।

শাশুড়ীমার দাপট খুবইতিনি যেলেডিকেনী’,

রসকদম্বহল মোর প্রিয়ার ননদিনী।

আমার পিসীর নামটি হলরসমন্জরী’,

ছানামুখীমা টি আমারতাঁকে প্রণাম করি।

বাবা আমারছানার গজা’-বড় রসিক প্রাণ,

দরবেশখুড়োমশাইকিসেই বা কম যান !

ল্যাংচাআমার মামাশ্বশুরলেডিকেনীর দাদা,

আমি অতি সোজাসাপটাসাদা মনে নেই কাদা।

আবার খাবো’, ‘দিলখুশসবাই আমার মিত্র,

তবেঅমৃতিরপ্যাঁচের কাছে আজো আমি ছাত্র।

ক্ষীরকদম্বহলেন আমার বাবার ছোট বোন,

দধিরামআরকাঁচাগোল্লামাতুলকংস নন।

ক্ষীরতোয়াআরক্ষীরকদম্বেরহয়নি পরিণয়,

রসকদম্বতার মনও কেউ করে নি জয়।

ম্যাচা’, ‘খাজা’, ‘কালাকাঁদকরছে লড়ালড়ি,

বাবরশাওকম যায় নাদিচ্ছে হামাগুড়ি।

রাবড়ি’, ‘প্যাঁড়াপ্রতিবেশী-‘লবঙ্গলতিকাকাকী,

খাস্তাগজাপিসেমশাই মন্জরীতেই সুখী।

আছেন আরো মামাশ্বশুরঅতি কালোবরণ,

ছানাবড়াআরকালোজাম’-একটু কড়া ধরণ।

দানাদারআমার জেঠুপিতার সহোদর,

রসগোল্লার বাবা তিনি-‘বরফিজেঠীর বর।

আরও আছেননিকুতি’-দিদিশাশুড়ী মোর,

বয়স তাঁর অনেক হলনাইকো দেহে জোর।

সীতাভোগআরমিহিদানারবাড়ী বর্ধমানে,

বারেবারে যাই সেথা ভাগনে দুটির টানে।

আমার সাথে সবাকারই ভাবটা কম বেশী,

ভালবাসার কাঙাল আমিঅল্পেতেই খুশী।

আমার দেহের ছানার ফাঁকে মিষ্টি মধুর রসে,

বেঁচে আছি দুশো বছর সবারে ভালোবেসে।

টাঙ্গাইল মোর জনমভূমিগ্রামটি পোড়ামাটি,

কেউ বা আবার বলেন আমার জন্ম গৌহাটি।

অসমীয়া যশোরথই এই অধমের গুরু,

যাঁর হাত ধরেই আমার চলার পথের শুরু।

দুধ,চিনি আর ধলেশ্বরীর জলেই আমার সৃষ্টি,

গড করি হে গুরুদেবআমি পোড়ামাটির কৃষ্টি।

তোমার আশীর্বাদেই প্রভু ছুটছে বিজয়রথ,

আমি হলেম শ্রীচমচম’-একশভাগই সৎ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments
wpDiscuz
0
0
Would love your thoughts, please comment.x
()
x
Exit mobile version