Home Literature Poetry ফোটনের আকাশ

ফোটনের আকাশ

0

ফোটন আকাশ হয়ে গেল,

হারিয়ে গেল নক্ষত্র আকাশে ফোটন,

যন্ত্রনায় কান্না নেই ফোটনের-কোন আর,

হাত বাড়িয়েও খোঁজে না আকাশ-সে,

খোঁজে না আকাশ ভঁরা সান্তনা।

আকাশের নীল ছোঁয়ায়,

হয়তো ফোটন দেবতা,

দুঃখের কান্নার বিদ্রোহ,

স্বাধীনতা ইন্দ্রানীদের মনে-ফোটন আবার।

হতে পারিনি ফোটন আমরা কেউ,

হতে পারিনি স্বাধীনতায় রক্ত,

কাঁদিনি মানুষের কান্নায়,

বিদ্রোহ করিনি-খড়গের বলিতে।

এখনও মানুষ আকাশ খোঁজে কান্নায়,

রক্ত ছড়ায় পায়ে দেবতার,

ক্লান্ত হয় পরাধীনতার চীৎকারে,

মা হতে চায় স্বাধীন সন্তানের।

জানি না ফোটন-আসবে কবে ফিরে,

এখনও যে কান্নায় পৃথিবী,

যাবে কি চেনা তাকে,নতুন চেহারায়,

অজানা মুখে-নতুন ফোটন স্বেচ্ছাচারীর গল্পে,

শক্তি যে ফোটন-অত্যাচারের স্বাধীনতায়।

নক্ষত্র আকাশে হয়তো,ফোটন এখন বিধাতার গল্প,

নীল আকাশের নতুন সুর্যের আলো,

কান্নায় স্বাধীনতার সুখ,

ফোটন,ফিরে আয়,তুই ছাড়া আমাদের কি আছে আর?

আমরা গল্প হতে চাই তোর গল্পে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments
wpDiscuz
0
0
Would love your thoughts, please comment.x
()
x
Exit mobile version