Home Literature Poetry পয়লা বৈশাখ

পয়লা বৈশাখ

0
পয়লা বৈশাখ

পয়লা বৈশাখ , ভোর
আবছা আলো
খোলো সবে দোর
নবোবর্ষ … লাগছে বড়ো ভালো
উঠনের ওধারে , অশোক গাছটি
ফুলে ফুলে রয়েছে ভোরে
গুণ গুণ করছে , ওখানে , যতো মৌমাছির দল
ওরা
ঘোরে আর ঘোরে
গাছটির পাশে , পুকুরের শান্তো-জল
ঝপাত কোরে , হঠাত্ , লাফিয়ে উঠলো,পুকুরে, মাছটি
পাড়ের , অশোক গাছটি
অপেক্ষা করছে , নবো সুরজের তর
পুকুরে ডুব দিতে দিতে
মা উচ্চো মোন্ত্রোতে , ভোরটিকে ভরে
ভোরের সুকতারাটি খুব খুশি, এখোন
দিনের প্রথম পাখিটি , ডেকে ডেকে
শুরু করলো , তার ওরা
বৈষ্ণবী কীর্তানের সুরে ,
আঙ্গীনাটী , মূখড়িতো , করছে, এখোন
বোন গলা ছেড়ে গান শেখে
কোকিলা – ও , কুহু কুহু , গাইছে , দূরে
ওতি মধুর সুরে সুরে
মোর মোন , প্রকৃতির পাতায় পাতায়
আনমনে কবিতা , লেখে আর লেখে
মধুর মলয় , সূর্যকে ডাকে
আকাশের মাথায়
জয় টিকা আঁকতে, আপন করে
আজ হবে পুজো মোর ঘরে
জয় গণেশ দেব … জয় … জয় … জয় …
সারা বছর যেনো ,
সুখোকর হয়|

~ পয়লা বৈশাখ ~

0 0 votes
Article Rating
Subscribe
Notify of

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments
wpDiscuz
0
0
Would love your thoughts, please comment.x
()
x
Exit mobile version