Home Literature Poetry দিন বদলের পালা

দিন বদলের পালা

0

শুনতে পাচ্ছো ঐ হুঙ্কার ?

শুনতে পাচ্ছো কি ইতিহাস বদলের ধ্বনি ?

লজ্জা পাচ্ছো না আজ নিজের কর্মের প্রতি !

হ্যাঁ, আজ যে তোমার দিন সমাপন ꠰

একদিন নিজের হাতেই খোদাই করেছিলে,

নিজের জয়-যাত্রার ইতিহাস ꠰

আজ চূর্ণ বিচূর্ণ হইবে তোমার সেই সৃষ্টি ꠰

মৃত্যু হইবে আজ অহংকারের,

শোষণের হইবে পরাজয় ꠰

এখনো সময় শেষ হয়নি !

যদি পার উঠে দাঁড়াও ꠰

পূর্ণ ধ্বংস হওয়ার আগে,

রচনা কর নব সৃষ্টির ꠰

প্রমান কর মানুষ স্রষ্টার শ্রেষ্ট সৃষ্টি ꠰꠰

0 0 votes
Article Rating
Subscribe
Notify of

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments
wpDiscuz
0
0
Would love your thoughts, please comment.x
()
x
Exit mobile version