Home Literature Poetry জীবন – বেলুন

জীবন – বেলুন

3
জীবন - বেলুন

জীবন যদি বেলুন হয়

রঙিন হয় বটে,

লাগলে খোঁচা আবেগবসে

ফেটেও যায় তবে।

 

মনকে যদি বন্ধু মানো

জীবন হবে এমনি রঙিন,

বন্ধুতাতে পড়লে ফাঁকি-

খোঁচা লাগার সংখ্যা অধিক;

যায় যদি যায়, যায় সে ফেটে,

হাওয়ায় আবার ভরবে তাকে-

সাধ্য কারো নেই যে ভবে।

 

তাই, মনের সাথে বন্ধু পাতাও,

জীবনকে আজ রঙিন বানাও;

হাওয়ায় ভরা জীবন-বেলুন

ভুবন মাঝি, খেলার সাথী।।

 ~ জীবন – বেলুন ~

0 0 votes
Article Rating
Subscribe
Notify of

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
wpDiscuz
3
0
Would love your thoughts, please comment.x
()
x
Exit mobile version