Home Literature Poetry ঈশ্বরের স্বপ্ন

ঈশ্বরের স্বপ্ন

0

দুশো বছর অতিক্রান্ত তোমার জন্ম,

পরিয়েছি মালা করেছি নতমস্তক,

পাঠ করেছি তোমার লেখা উচ্চকণ্ঠে ।

কিন্তু পেরেছি কি তোমাকে আপন করতে !

হয়েছে কি তোমার স্বপ্নপূরণ একবিংশ শতাব্দীতেও ?

 

রামমোহনের লড়াই পূর্ণতা পেলো বিধবা বিবাহে

কিন্তু সমাজ কি আজও গ্রহন করেছে মুক্তচিত্তে ?

আজও চলছে কন্যা ভ্রূণ হত্যা নির্বিচারে,

নারী শিক্ষায় প্রয়োজন হচ্ছে সরকারি পদক্ষেপের ।

ধর্ম আর জাতপাতের লড়াইয়ে আজও ভূলুণ্ঠিত মানবতা ।

বিদ্যার সাগর, তাও লিখে গিয়েছো শিশুপাঠ্য

খুব সহজেই বুঝিয়ে দিয়েছো মানুষ হবার মন্ত্র,

সকলের জন্যে উন্মুক্ত করেছো শিক্ষার প্রাঙ্গণ।

বহু বাধা ঘাতপ্রতিঘাত, আপনজনের বিচ্ছেদ

কোনো কিছুই দমাতে পারেনি নবজাগরণের উন্মেষ ।

আজ সময় এসেছে তোমাকে আত্মস্থ করার

সময় এসেছে আরো একবার জাগ্রত হওয়ার,

তোমার মানবতার মন্ত্রে দীক্ষিত হয়ে

সমাজকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে উজ্জীবিত করার ।

সময় এসেছে ঈশ্বরের স্বপ্ন বাস্তবায়িত করবার ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments
wpDiscuz
0
0
Would love your thoughts, please comment.x
()
x
Exit mobile version