Home Literature Poetry ইতিহাসে আছে।

ইতিহাসে আছে।

0

গ্রীক নরপতি সিকান্দার দিগ্বিজয়ের হর্ষে,

বিশাল সৈন্যবাহিনী সাজায়ে আসেন ভারতবর্ষে,

ভয়ানক সব অস্ত্রশস্ত্রে সেনাদল সজ্জিত,

খণ্ড খণ্ড ভারতভূমির ভূপগণে শঙ্কিত।

যুদ্ধ ঘোষণা না করি তাঁহারা বশ্যতা লন মানি,

ভারতবাসীর ভীরুতাহাসে হরষিত গ্রীক সেনানী।

উচ্চহাসিতে শুধান নৃপতিহেথায় কি নাহি বীর!

সমুখ সমরে আসিবেন যিনি রাখি উন্নত শির!

সিকান্দারের সদম্ভোক্তিভারতমাতার লজ্জা,

সহিতে না পারি বীর পুরুরাজ করিলেন রণসজ্জা।

গ্রীক নরপতি,পুরু অধিপতিশুরু হয় মহারণ,

কলরবে রণক্ষেত্র মুখরঅস্ত্রের ঝনঝন।

হস্তীপৃষ্ঠে যুদ্ধ করেন শূর পুরু অধিপতি,

প্রকৃতি বিরূপবর্ষা তাঁহার সংগ্রামে টানে ইতি।

বীরতার সাথে সমুখ সমরতথাপি যে পরাভূত,

শৃঙ্খল পরিসিকান্দারের সভার মাঝারে আহূত।

বন্দী রাজনে দর্পিত স্বরে শুধান সিকান্দার,

মোর সনে আজি প্রত্যাশা তব কি প্রকার ব্যবহার !

উন্নত শির, দৃপ্ত কণ্ঠউত্তরে পুরুরাজ,

রাজার নিকট রাজার মতই আচরণ চাহি আজ।

স্পর্ধিত এই উত্তরদানে গ্রীক নৃপ পুলকিত,

মুক্ত করেন বন্দীরে তিনিআভাষণ নৃপোচিত।

স্থাপন করেন পুরুরাজ সাথে আজীবন সখ্যতা,

অবসান হয় উভয়ের মাঝে দ্বেষভাব,বৈরীতা।

পরের কাহিনী হৃদয়ে জাগায় মর্মবেদনা অতি,

পুরুরাজ সাথে যুদ্ধে তাঁহার হয় বহু ক্ষয়ক্ষতি,

সৈন্যদলের টুটে মনোবলরণসাধে আসে শ্রান্তি,

ভারতবিজয়ে অসফল হায়সংগ্রামে দেন ক্ষান্তি,

ফিরিয়া চলেন ভগ্ণহৃদয়ে মাতৃভূমির পথে,

বীর গ্রীকপতি সিকান্দার সৈন্যবাহিনী সাথে।

পথমাঝে হায় শমন তাঁহারে লয় কাড়ি চিরতরে,

দিগ্বিজয়ী ভূষণ তাঁহারইতিহাস আজও স্মরে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments
wpDiscuz
0
0
Would love your thoughts, please comment.x
()
x
Exit mobile version