বৃষ্টি বয়ে আনল মনখারাপ

আজ সকালে সুর্য চেয়েছিলাম,

বৃষ্টিভেজা অনেক সকাল আগে

এক বাসষ্টপে তোমায় পেয়েছিলাম।

 

দুহাত দুরেও ঝাপসা ছিল শহর

দেড়হাত দুরে তুমি ছাতা খুলে,

ঠোট দুখানি লিপগ্লসে ছিল ভেজা

চোখ ঢাকা ছিল একহাত ভেজা চুলে।

 

সে চোখ গেল কখন আমার হয়ে

সে অচেনা ঠোট দুটো হল চেনা।

বৃষ্টিভেজা সারা শহর জুড়ে

অনেক ভেজা মুহুর্ত হল কেনা।

 

আজকে আবার বৃষ্টিভেজা শহর

মাঝখানে গেছে দশটি বছর হারিয়ে।

সে বাসষ্টপেই আজ সকালে দেখি

বৃষ্টিভেজা চুলে কে যেন দাড়িয়ে।

 

~ Prothom Bristi ~

Print Friendly, PDF & Email
Previous articleলা ইওরোনা
Next articleধূপকাঠি
Bijoy Bose
Finance Analyst by profession, writer by passion
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments