মৃত্যু, যাকে ছোঁয়া যায় না,
দেখা যায় না; তবু অনুভব করা যায় |
এক হীমশীতল অনুভূতি
যা প্রত্যেক রক্ত বিন্দুতে, ধমনিতে বয়ে চলে
প্রতিদিন, প্রতিমুহুর্তে।
আমরা যেদিন জন্মগ্রহণ করি সেদিন থেকেই
ধীরে ধীরে হাঁটা শুরু করি মৃত্যুর পথে;
কি অদভুত এই জীবন!
তারপর যখন একদিন মৃত্যু নেমে আসে
আমাদের জীবনে, পুরো শরীর অবশ করে দেয়
তার স্পর্শ। সে আমাদের নিয়ে যায়
এক অন্য জগতে, এক আলো-আঁধারির জগৎ
যা চিরন্তন রহস্যের মায়াজালে ঘেরা।।
মৃত্যু, আমাদের গুপ্ত প্রেম,
অদৃশ্য প্রেমিক; আমাদের বেঁচে থাকার প্রেরণা,
অজানা কে জানার উৎস|
জীবনের প্রথম মুহুর্ত থেকে মৃত্যুই আমাদের
একমাত্র জীবনসঙ্গী; পৃথিবীর সুদীর্ঘ পথ
অতিক্রম শেষে সকল ক্লান্তির অবসান,
একমাত্র নিশ্চিন্ত আশ্রয়।।
মৃত্যু, জীবনের শেষ নয়, নতুন প্রাণের স্পন্দন;
ধংস নয়, নতুন উদ্যমে নতুন সৃষ্টির সুচনা।।

~ Death- Personified ~

Print Friendly, PDF & Email
Previous articleঅচেনা ছবি
Next articleছেলেবেলা
Anindita Majumdar
I am professionally a Psychologist, an Educationist & a Skill Trainer. As a Researcher (PhD Research Scholar, C.U.) in the field of Clinical & Social Psychology I have my academic work published in the Journal of International Law Research (by Canadian Center of Science and Education). Besides I take immense interest in writing, both social and literary. My blog articles on Psycho-Social issues are quite popular ones. One of my literary work, named “Death- Personified”, published recently in an online Bengali magazine (Hatpakha). Professionally my specialized skill areas include Psychotherapy & Clinical Assessment, Skill Training Workshop Facilitation, Psychoanalytic Study of Personality, Psycho-therapeutic Counselling, Article Writing and Qualitative Analysis & Research on Social Biases/ Phenomenology.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments